বেতন-ভাতার দাবীতে মহাসড়কে শ্রমিকরা!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বেতন ও ঈদ উৎসব ভাতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে একটি কারখানার শ্রমিকেরা। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গরমে ভোগান্তিতে পড়ে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে হংকং সাংহাই মানজালা টেক্সটাইল মিলস্ নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
কারখানারর একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, নিয়ম অনুযায়ী ঈদ উৎসব ভাতা ঘোষণা করেনি কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি ঈদের আগে অর্ধেক বেতন দেওয়ারও দাবি ছিল শ্রমিকদের। এগুলোর বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো উদ্যোগ নিচ্ছেন না। যার ফলে শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
কারখানার এইচ আর এডমিন উজ্জ্বল আহমেদ জানান, ১৫ এপ্রিল শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। বন্ধের আগেই বোনাস-ভাতা দেওয়া হবে। নিয়ম মেনে অন্যান্য কারখানা যদি অর্ধেক বেতন দেয়, তাহলে এখানের শ্রমিকরাও পাবে। বিষয়টি নিয়ে দ্রুত সময়ের মধ্যে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হবে। কিন্তু আলোচানা ছাড়াই শ্রমিকেরা হঠাৎ মহাসড়কে নেমে যাওয়া উচিৎ হয়নি।
শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান , শ্রমিক অসন্তোষের খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস মোহনা টেলিভিশন অনলাইনকে মুঠোফোনে জানান, মহাসড়কে শ্রমিকদের চলে আসার খবর পেয়ে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়। তাদের সাথে কারখানায় আলোচনা করে দাবীদাওয়া ফয়সালা দেওয়ার কথা বললে শ্রমিকরা মহাসড়ক থেকে চলে যান। স্বল্প সময়ের জন্য যানচলাচল বিঘ্ন ঘটলেও পরে স্বাভাবিক হয়ে যায়।