ময়মনসিংহে শিশু ধর্ষককে আটক করেছে র্যাব- ১৪
রুবায়েত বাপ্পী, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে আট বছর শিশু ধর্ষণের মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ১৪
ময়মনসিংহের কোতয়ালী থানাধীন ৮ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী শহিদুল ইসলাম (৫২) কে গাজীপুরের টঙ্গী হতে গ্রেফতার করেছে র্যাব- ১৪।
র্যাব জানায়, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ ডিসেম্বর সকালে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শহীদ আহসানুল্লাহ হাসপাতালের সামনে থেকে আসামী মোঃ শহিদুল ইসলাম (৫২), পিতা- মৃত ফজলুল হক মোল্লা, সাং- সুহিলা পশ্চিম পাড়া, দাপুনিয়া, থানা-কোতোয়ালি, জেলা- ময়মনসিংহ’কে গ্রেফতার করে।
জানাযায়, গত ১৫ নভেম্বর সকালে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়ায় আসামীর নিজ দোকানে জনৈকা ৮ বছরের শিশু ভিকটিম টিফিন কিনতে গেলে উক্ত আসামী বিস্কুট, চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে উক্ত আসামী ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে ধর্ষণকারী মোঃ শহিদুল ইসলাম (৫২) কে আসামী করে ভিকটিমের মা বাদী হয়ে গত ২২ নভেম্বর ময়মনসিংহের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন /২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন । মামলার ভিত্তিতে ধর্ষককে আটক করেছে র্যাব- ১৪।