মসজিদের অযুখানা তৈরী নিয়ে বিবাদে এক মুসল্লি খুন
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে মসজিদের অজুখানা তৈরি নিয়ে দুই মুসল্লির মধ্যে সৃষ্ট বিবাদে একজনকে গলাটিপে হত্যা করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে থানা পুলিশ আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে।
নওগাঁর বদলগাছীতে মসজিদের অজুখানা তৈরি নিয়ে দুই মুসল্লির মধ্যে সৃষ্ট বিবাদে একজনকে গলাটিপে হত্যা করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে পুলিশ আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে। জানা যায় আজ মিঠাপুর ইউপির পুকুরপাড় গ্রামের মসজিদের অজুখানা তৈরি নিয়ে কথা কাটা কাটি শুরু হয় ঐ গ্রামের আকবর ও আব্দুর রহমানের মধ্যে।
নিহত আকবর
এক পর্যায়ে আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে আকবরের গলা চেপে ধরলে সে শ্বাসরোধ হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, মসজিদের অজু খানা তৈরী নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায় আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে আকবরের গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো