মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাজীপুরে ইসলামপ্রিয় জনতার বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি

ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ইসলামপ্রিয় তৌহিদী জনতা।
বুধবার (৮ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি মহানগরের ভোগড়া বাইপাস আহসানিয়া জামে মসজিদ ও চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর চৌরাস্তা টাংগাইল বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আসরের নামাজের পরে গাজীপুরের সর্বস্তরের ইসলামপ্রিয় তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল থেকে বলা হয়, ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (স.) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। অবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিগণ।