মাদারীপুরের শিবচরে বালুবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মো: মনিরুজ্জামান মনির, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছে। নিহত ব্যাক্তি তাবলীগ জামাতে যাওয়ার উদ্দ্যেশ্যে ভিসার জন্য ঢাকায় যাচ্ছিল।
জানা যায়, জেলার সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্তপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক মোঃ কামরুজ্জামান (৪০) ও তার ছোট ভায়রা মোঃ জাহিদ হাসান (৩৫) মঙ্গলবার সকালে শশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিল।
মোটরসাইকেলটি শিবচরের শেখপুর এলাকায় পৌছালে বিপরিতমুখী বালু বোঝাই দ্রুতগতির ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-৩১৩২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোঃ কামরুজ্জামানের মৃত্যু হয়। কামরুজ্জামান তাবলীগ জামাতে যাওয়ার উদ্দ্যেশে ভিসার জন্য ঢাকায় যাচ্ছিল। তিনি মরহুম আঃ রব ফকিরের ছেলে। তার ৪ বছরের এক ছেলে রয়েছে।