সংবাদ সারাদেশ

মুন্সিগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার

মোহাম্মদ সুজন, মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ ডিংগাভাঙ্গা বাজারে ডাকাতির ৩৬ ঘন্টার মাথায় ডাকাতিতে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-মোহাম্মদ সুজন (৩৬), নাজমুল আবির (২৩) ও ইসমাঈল মোল্লা (৩০)। এছাড়া ওই ডাকাতির ঘটনায় খোঁয়া যাওয়া নগদ ৮২ হাজার টাকা, প্রায় ৩ ভড়ি স্বর্ণালংকার ও ১৯৫ ভড়ি রুপাসহ ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ মে) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।

তিনি বলেন,তথ্য প্রযুক্তির মাধ্যমে দ্রুত সময়ে এই ঘটনার ক্লু উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রসঙ্গতঃ গত ৯ মে গভীর রাতে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ ডিংগাভাঙ্গা বাজারের নৈশ প্রহরীদের বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি করে ডাকাত দল। এ সময় মা স্বর্ণ শিল্পালয় নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ ভরি স্বর্ণালংকার, ২শত ভড়ি রুপা ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয় ডাকাতদল। ঘটনার ৩৬ ঘন্টার মাথায় গতকাল রাতে এই ঘটনার সাথে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ ।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button