ময়মনসিংহ
শেরপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

রেজাউল করিম বকুল
শেরপুর প্রতিনিধি
শেরপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
শেরপুরের শ্রীবরদীতে ছেলে বিল্লাল হোসেনের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা সুরুজ আলী নিহত হয়েছেন। আজ বিকেলে উপজেলার শংকরঘোষ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরুজ আলীর তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে বিল্লাল হোসেনের সাথে বাবা সুরুজ আলীর সব সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। আজ দুপুরে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। বিকেলে সুরুজ আলী বাড়ির পাশে বাজারে যান। এসময় অতর্কিতভাবে বিল্লাল হোসেন তার বাবার ওপর আক্রমণ করে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিল্লাল হোসেন।
এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।