রাজবাড়ীতে তরমুজের ভিতরে ৪কেজি গাঁজাসহ আটক
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে তরমুজের ভিতর বহন করে নিয়ে আসা চার কেজি গাজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ শনিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নিমতলা রেলগেট এলাকায় রাজবাড়ীর ডিবি পুলিশের বিশেষ টিম সততা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।
জানা গেছে, আটককৃত মাদক কারবারি কুমিল্লার দেবীদ্বার এলাকার মোঃ মামুন মিয়া।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাজাসহ মাদক কারবারি মামুনকে আটক করা হয়েছে। গাজার এই চালানটি কুমিল্লা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া যাচ্ছিলো বলে স্বীকার করেছে আটকৃত ব্যাক্তি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।