রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসের এক চেয়ারের দাবীদার দুই কর্মকর্তা
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার কৃষি অফিসের কর্মকর্তার এক চেয়ারে দুইজন। সকালে অফিসে বসেন রাজবাড়ী সদর উপজেলার কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেক, অন্যজন বিকালে অফিসে বসেন সদ্য যোগদানকৃত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কৃষি অফিস থেকে বদলী হয়ে রাজবাড়ী সদর উপজলোয় যোগদান করেন। এ ভাবেই চলছে রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিস। এনিয়ে রীতিমতো আলোচনা- তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত ১৪ নভেম্বরে হেড অফিসে ঢাকা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বেনজীর আলম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খানকে রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন শেককে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলীর আদেশ প্রদান করেন।
ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার খাঁ গত ২৮ নভেম্বর মোঃ জনি খানকে রাজবাড়ীতে পদায়ন ও বাহাউদ্দিন শেককে অবমুক্ত করে চিঠি ইস্যু করেন। ওইদিনই রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে মোঃ জনি খান যোগদান করেন।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান বলেন, আমি গত ২৮ নভেম্বর বদলীর আদেশ পেয়ে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে যোগদান করি। অদ্যবদী দায়িত্ব বুঝে না দিয়ে বিভিন্ন রকমের তালবাহানা করছেন। আমি সকালে অফিসে বসলেও বিকালে গিয়ে দেখি বদলীকৃত কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন শেক চেয়ারে বসে আছেন। দায়িত্ব হস্তান্তরের কথা বললেও কোন কর্ণপাত করছেন না।
বদলীকৃত উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন শেক বলেন, আমার বদলীর আদেশ হয়েছে। তবে এখনো দায়িত্ব হস্তান্তর করিনি।আমি এখন পর্যন্ত নিয়মিতই অফিস করে আসছি।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম শহীদ নূর আকবর বলেন, রাজবাড়ী সদর উপজেলার বদলীকৃত কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেক গত ২৮ নভেম্বর নতুন কর্মকর্তা মোঃ জনি খানকে দায়িত্ব বুঝে দেওয়ার কথা থাকলেও তিনি নতুন কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে অফিসের বাইরে অবস্থান করেন। এ পর্যন্ত অফিসের সকল দায়িত্ব বুঝিয়ে দেননি।
সাবেক কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেক অফিসের আদেশ অমান্য করেই জোড়পূর্বকই অফিস করছেন। এ বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।