রাজশাহীতে বিএনপির সমাবেশ, আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

মেহেদী হাসান শ্যামল, রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

শনিবার ( ০৩ ডিসেম্বর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

রাজশাহী ইতিহাসের আন্দোলনে প্রাণ কেন্দ্র বলে মনে করছেন বিএনপি নেতা কর্মীরা । ১৯৬৯ সালে আইয়ুব খানের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়েছিল, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. জ্জোহা নিজের বুকের রক্ত দিয়ে দিয়েছিলেন। এইরকম অনেকেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন রাজশাহী থেকে ।

অন্যদিকে রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসামাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ । শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর দলীয় কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল । মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার । সহ রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মীরা ।

অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন লাল কার্ডটি কি ধরনের, কতটুকু লাল সেটি আওয়ামী লীগ দেখতে চাই ।

এদিকে রাজশাহী বিভাগীয় মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন । রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button