রাজশাহীতে বিএনপির সমাবেশ, আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

মেহেদী হাসান শ্যামল, রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

শনিবার ( ০৩ ডিসেম্বর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী ইতিহাসের আন্দোলনে প্রাণ কেন্দ্র বলে মনে করছেন বিএনপি নেতা কর্মীরা । ১৯৬৯ সালে আইয়ুব খানের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়েছিল, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. জ্জোহা নিজের বুকের রক্ত দিয়ে দিয়েছিলেন। এইরকম অনেকেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন রাজশাহী থেকে ।

অন্যদিকে রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসামাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ । শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর দলীয় কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল । মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার । সহ রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মীরা ।

অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন লাল কার্ডটি কি ধরনের, কতটুকু লাল সেটি আওয়ামী লীগ দেখতে চাই ।

এদিকে রাজশাহী বিভাগীয় মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন । রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button