রাজশাহী মহানগর আ’লীগ সেক্রেটারিকে অপসারণের দাবিতে মানববন্ধনে হামলা
মেহেদী হাসান শ্যামল, রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা
অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।
ডাবলুকে রাজনীতি থেকে অপসারণের দাবিতে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ শতাধিক ব্যক্তি অংশ নেন। কিন্তু মানববন্ধন চলাকালে অতর্কিতভাবে এসে ডাবলুর অনুসারীরা ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এনিয়ে একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশের সামনেই ডাবলুর লোকজন ধাওয়া করে তাদের তাড়িয়ে দেয়।
এর আগে অশ্লীল ভিডিও ফাঁসের অভিযোগে গেল ১৭ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বোয়ালিয়া থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করেন। পরে ওই ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়।