রাজৈরে কুকুরের কামড়ে আহত ৫ শিশু
মোনাসিফ ফরাজী সজীব, রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকায় কুকুরের কামড়ে ৩ শিশু গুরুতর ভাবে আহত হয়েছে। এদের মধ্যে জোবায়ের নামের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকিদের রাজৈর হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে।
জানা যায়, আজ সকালে পশ্চিম রাজৈর এলাকায় একটি পাগলা কুকুর এসে প্রথমে জোবায়ের (৭) নামের এক শিশুকে পরে শাখাওয়াত (৫) ও নাইমা (৪) নামের আরো দুই শিশুকে কামড়ে আরো অনেক শিশুকে কামড়ানোর জন্য ধাওয়া করে।
জোবায়েত মোল্লা রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের জাকির মোল্লার ছেলে। শাখাওয়াত উপজেলা পশ্চিম রাজৈর গ্রামের সম্রাট শেখের ছেলে এবং শিশু নাইমা একই গ্রামের আনিচ খাঁর মেয়ে।
রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের প: পর: কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, তিনজন বাচ্চাকে গুরুতরভাবে আহত করেছে কুকুরটি কামড়ে । আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দেওয়া হয়েছে।