রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের সীল ব্যবহার করে ভূয়া নিয়োগপত্র প্রদানকারী প্রতারককে গ্রেফতার
মো. মুন্সি মাহবুব আলম সোহাগ-খুলনা প্রতিনিধি

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের সীল ব্যবহার করে ভূয়া নিয়োগপত্র প্রদানকারী প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৬।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের সীল ব্যবহার করে ভূয়া নিয়োগপত্র প্রদানকারী প্রতারক প্রণব চ্যাটার্জীকে গ্রেফতার করেছে র্যাব-৬ সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন র্যাব-৬ এর স্পেশ্যাল কোম্পানির কমান্ডার লে. কমান্ডার মো. সারওয়ার হোসেন। প্রেস ব্রিফিংয়ের লিখিত বক্তৃতায় তিনি আরো জানান, ২৫ মে মধ্যরাতে প্রতারক প্রণব চ্যাটার্জীকে খুলনার ফুলতলা উপজেলা দামোদর এলাকা হতে ভূয়া নিয়োগপত্র, প্রতারণার কাজে ব্যবহৃত সীল, রাষ্ট্রপতির আদেশের কপি, চেক বই ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তির সুপারিশনামাসহ গ্রেফতার করা হয়।