লক্ষ্মীপুরে ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন
মামুনুর রশিদ, লক্ষ্মীপুর প্রতিনিধি

জেলার রায়পুরে ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে ‘গ্রামীণ সড়ক’ মেরামত ও সংরক্ষণ এর আওতায় রায়পুর-হায়দরগঞ্জ সড়ক কাজের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর- লক্ষ্মীপুর সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাস, রায়পুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বাবুল পাঠান উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে এমপি নয়ন বলেন, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতায় ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে রায়পুর পৌরসভা সীমানা থেকে সোলাখালী ব্রীজ পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। রাযপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে এই কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সংসদীয় আসনের অন্যান্য সড়কগুলোও দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়ার কথা বলেন এমপি নয়ন।
সড়ক সংস্কার কাজে পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শহীদ ব্রাদার্স। কাজ বাস্তবায়নের তদারকি করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)।