লক্ষ্মীপুরে ৭ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

মামুনুর রশিদ, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা সদরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে (৭) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে ভিকটিমকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য আনা হয়েছে। এরআগে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ভিকটিমের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযুক্ত আমির হোসেন নবীর (৫৭) বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযুক্ত নবী সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের মৃত গণি মিয়ার ছেলে, ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ভিকটিম স্থানীয় দুর্গারামপুর দিঘীরপাড় নূরানী মাদ্রাসার ছাত্রী।

মামলা সূত্রে জানা যায়, ৮ মার্চ দুপুরে ওই ছাত্রী বাড়ির পাশের তালিমুল কোরআন মাদ্রাসার পাশের মাঠে অন্যান্যদের সঙ্গে খেলছিল। তখন নবী শিশুটির হাত ধরে মাদ্রাসার বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে নবী তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটিকে ছেড়ে দিলে বাড়িতে চলে যায়। এদিকে ধর্ষণের ঘটনায় ব্যাথা-যন্ত্রণায় কাতরাচ্ছিল শিশুটি। সাধারণ ঘটনা মনে করে পরিবারের লোকজন স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেয়। এরপরও ব্যাথা কমছে না। মঙ্গলবার জিজ্ঞেস করলে শিশুটির তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পরিবারকে জানায়। পরে তার মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঈন উদ্দিন বলেন, ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভিকটিমকে হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য আনা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ভিকটিমকে পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button