লড়ির হঠাৎ ব্রেকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে চলন্ত লড়ির হঠাৎ ব্রেকের সময় পেছনে থাকা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল রানা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শ্রীপুর-বরমি আঞ্চলিক সড়কের বরমী কায়েতপাড়া মেঘনা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা শ্রীপুর পৌর শহরের লোহাগাছ ফালু মার্কেট এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি টমটম গাড়ির চালক ছিলেন।
নিহত সোহেল রানার মামাতো ভাই রাকিব হাসান বলেন, নিজ টমটম গাড়ির মালামাল কিনতে মোটরসাইকেল যোগে বরমী বাজার যাচ্ছিলেন। বরমীর কায়েতপাড়া মেঘনা গেইট এলাকায় পৌঁছলে সামনে থাকা লড়ি হঠাৎ ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লড়ির পাশে ধাক্কা লেগে সড়কে পড়ে যায় সোহেল। এসময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান তাঁর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যান সোহেল রানা।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন মোহনা টেলিভিশন অনলাইনকে জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লড়ি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত সোহেল রানার মোটরসাইকেলটিও থানায় রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।