শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের হামলায় ইমাম হুসেন ওরফে ফেকাসু নামের একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার কাংশা বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। নিহত ফেকাশু কাংশা গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে।
জানা যায়, কাংশা গ্রামে জমি নিয়ে ইমাম আলী ফেকাশুর সাথে একই গ্রামের জব্বার, জলিল, আনোয়ার ও খলিল মিয়ার বিরোধ চলছিল। এরই জের ধরে আজ বিকালে জব্বার, জলিল, আনোয়ার ও খলিল সহ তাদের পরিবারের লোকজন লাঠি-সোঠা নিয়ে ফেকাশুর ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই মারা যায় ফেকাশু। আহত হয় আরো তিন জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ্রনে আনে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, এ ব্যাপারে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।