শেরপুরের শ্রীবরদীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাংক কর্মকর্তা, আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ও বণিক সমিতি সহ রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে শেরপুরের শ্রীবরদী থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ মার্চ) শ্রীবরদী থানার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার রায়হানা ইয়াসমীন (নালিতাবাড়ী সার্কেল)।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন ও যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল।
সভায় বক্তারা পবিত্র রমজান ও ঈদুল ফিতর উৎসব মুখর পরিবেশে উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এতে অংশ গ্রহণ করেন বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন বাজারের বনিক সমিতির সভাপতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ্ব।