শেরপুরের শ্রীবরদীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

“পুলিশই জনতা, জনতাই পুলিশ ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শ্রীবরদী থানার আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর পুলিশ সুপার ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার ও নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন। আইন শৃংখলার বর্তমান পরিস্থিতি নিয়ে
বক্তব্য দেন, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, সাবেক জেলা পরিষদ সদস্য আল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সদর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবু তাহের প্রমূখ।
সাব ইন্সপেক্টর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে মাদক, জুয়া ও বাল্য বিয়েসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডকে প্রতিহত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন।