শেরপুরের শ্রীবরদীতে হাত ধোয়া দিবস পালিত
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

“হাতের পরিচ্ছন্নতা, এসো সবে এক হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলীর উদ্যোগে বর্ণাঢ্য রেলি বের হয়ে সড়ক পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন প্রমূখ। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।