শেরপুরে অটোরিকশা চালক রফিক হত্যা মামলার দুইজনকে গ্রেফতার করেছে র্যাব
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীর চাঞ্চল্যকর অটোরিকশা চালক রফিক মিয়া হত্যা মামলার দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।
র্যাব জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দূধনই গ্রামের জহুরুল হকের ছেলে রফিক মিয়া গত ১২ সেপ্টেম্বর তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ হয় সে। দুইদিন পর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পূর্ব সমশ্চুড়ার একটি পাহাড়ের জঙ্গল থেকে রফিক মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পরে র্যাব শুরু করে ছায়া তদন্ত ।
তদন্তের এক পর্যায়ে ঝিনাইগাতীর সারিকালি নগরের মোস্তফা কে ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকার সিক স্টোর থেকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার তালতলা দুধনই এলাকার নুর ইসলামকে গ্রেফতার করে র্যাব।
তারা উভয়ই হত্যাকান্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার বাজিতখিলার আব্দুল করিমের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।