শেরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষনের অভিযোগ
রেজাউল করিম বকুল,শেরপুর প্রতিনিধি

শেরপুরে আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ১৩ বছর বয়সের এক শিশুকে ধর্ষনের অভিযোগ ওঠেছে।
ঘটনাটি ঘটে গত ১১ অক্টোবর খামারপাড়া গ্রামে। এ ঘটনায় গত শুক্রবার সদর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আরিফুল ইসলাম আরিফ পাকুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য ও খামারপাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
সদর থানা সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের খামার পাড়া গ্রমের আমিনুল ইসলামের ১৩ বছর বয়সের শিশু কন্যাকে একা পেয়ে গত ১১ অক্টোবর রাতে প্রতিবেশী মোমিনা বেগমের ঘরে ধর্ষন করেন। ঘটনার ৩ দিন পর বিষয়টি জানাজানি হয়।
১৫ অক্টোবর রাতে শেরপুর সদর থানায় ধর্ষিতার মা শিল্পী বেগম বাদী হয়ে ধর্ষক আরিফুল ইসলাম আরিফ ও তাকে সহায়তাকারী পার্শ্ববর্তী ফকির পাড়া গ্রামের ফসির উদ্দিনের ছেলে চাঁন মিয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আজ শনিবার সকালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়া আসামীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।