শেরপুরে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

শেরপুরে হাশেম উদ্দীন (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার লছমনপুর ইউনিয়নের পূর্ব তালুকপাড়া গ্রামের ধান ক্ষেতের পাশ থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। মৃত হাশেম উদ্দিন ওই গ্রামের ছাবেদ আলীর ছেলে।
জানা যায়, রবিবার বিকালে হাশেম উদ্দিন সার ক্রয়ের জন্য স্থানীয় বাজারে যান। এর পরে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখোজি করে। আজ সোমবার দুপুরে ওই গ্রামের ধান ক্ষেতের পাশে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ বশির আহমেদ বাদল। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।