শেরপুরে পুনাকের উদ্যোগে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার বিতরন
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক ও নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন এর যৌথ সঞ্চালনায় শনিবার বিকেলে পুলিশ লাইন্সে ৮০ জন হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী পুলিশ সুপার পত্নী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার কামরুজ্জামান।
জেলার সকল থানার অফিসার ইনচার্জ ওসিদের পক্ষ থেকে পুনাক সভানেত্রী সানজিদা হক মৌকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. হান্নান মিয়া, সোহেল রানা, ডিআইও -১ মো. জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি রিয়াদ মাহমুদসহ ৫ থানার অফিসার ইনচার্জসহ পুলিশ বিভাগের কর্মকর্তা ও উপকার ভোগীগণ।