শেরপুরে বাস চাপায় অটোচালক নিহত, আহত ৩
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্তর মোড়ে ঢাকাগামী বাস চাপায় ব্যাটারী চালিত এক অটোচালক মজনু পাগল (৬২) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩ আরোহী । এদের মধ্যে জোবেদা নামে এক মহিলার অবস্থা আশংকাজনক। তার বাড়ি জামালপুর জেলার দিগপাইত গ্রামে।
স্থানীয়রা জানায়, আজ বুধবার দুপুরে জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্তরে ঢাকা থেকে দ্রুতগামী জামালপুর জেলার বকশিগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস যমুনা পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৫০৬১৪) ব্যাটারী চালিত দুইটি অটো রিক্সার উপর উঠিয়ে দেয়। এসময় অটোরিক্সার চালক মজনু পাগল ঘটনাস্থলেই মারা যায়। সেইসাথে ওই দুই অটোরিক্সার আরো ৩ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানায়, বাসের চালক পালিয়ে গেলেও বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত কার্যাদি সম্পন করা হচ্ছে।