শেরপুরে বিশ্ব হাতি দিবস পালিত
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ বনবিভাগের উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় বর্ণাঢ্য্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিজুরি বাজার হতে র্যালী বের হয়ে সড়ক পদক্ষিণ করে। পরে বালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন বালিজুরি রেঞ্জ অফিসার রবিউল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা একেএম রুহুল আমিন, রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, সিংগাবরনা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়শনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা প্রমূখ। সভায় বক্তারা গারো পাহাড়ে বন্যহাতির অভয়রন্যের দাবী জানান। এতে অংশ গ্রহণ করেন বনবিভাগের কর্মকর্তা, কর্মচারী,স্থানীয় বন্যহাতি তাড়ানোর ভলান্টিয়ার, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীবৃন্দ্ব।