শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় স্ত্রী শাহনাজ বেগম (৪০) কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাসেল মিয়ার বিরুদ্ধে। আজ রোববার ভোরে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের জানকিপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের বিষু মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জানকিপুর এলাকার মানিক মিয়ার সাথে প্রায় ৯ বছর আগে শাহনাজের বিয়ে হয়। পরে মানিকের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটলে গাজীপুরে গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ নেয় শাহনাজ। শ্রীপুরের মজিবরের ছেলে রাসেলের সাথে দ্বিতীয় বিয়ে হয় শাহনাজের। এক বছর পর বাড়ী ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করে তারা দুজন।
রবিবার (০৪ ডিসেম্বর) সকালে ঘরের বাইরে থেকে তালা দেয়া দেখে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়া না পেলে তালা ভেঙ্গে ভিতরে গেলে শাহনাজের রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ শাহনাজের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এব্যাপারে নকলা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।