শ্রীপুরে আওয়ামী লীগের গণসংযোগ
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে গণসংযোগ কর্মসূচীর আয়োজন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরের দিকে ভাংনাহাটি হাশেম প্রধানের বাড়ির মাঠে এ গণসংযোগ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হাসেম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জামিল হাসান দুর্জয়।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজীর, থানা ওলামালীগের সভাপতি শান্তি মৌলবী, ভাংনাহাটির প্রবীণ আ’লীগ নেতা জমির উদ্দিন মোক্তারহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়