শ্রীপুরে এক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ!

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামে আরবেলা ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বুধবার (২৯ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এসময় কারখানায় চাকরিরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত গরমে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন।
অসুস্থদের মধ্যে সিনথিয়া জাহান, শিল্পী বেগম, স্বপ্না রানি, নাসরিন আক্তার,  আলেয়া খাতুন, মাজেদা খাতুন, হালিমা খাতুন, রুনা আক্তার, লিপি বেগমের নাম জানা গেছে। যাদের বসয় ২৩-৩২ এরমধ্যে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একাধিক নারী শ্রমিক বলেন, কাজ করার সময় হঠাৎ করেই কয়েকজন  শ্রমিক ঢলে পড়েন। এভাবেই ২০ মিনিটের মধ্যে একে একে প্রায় ৪০-৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। অসুস্থ হয়ে পড়া মাজেদা খাতুন বলেন, কাজ করার সময় মাথা ঘুড়তে লাগলো। পরে দেখি আমি হাসপাতালে আছি।
এ বিষয়ে আরবেলা ফ্যাশন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আহমদ সাগর জানান, কয়েকজন শ্রমিক অসুস্থ  হওয়ায় তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অতিরিক্ত গরমের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মরিয়ম বলেন, দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনের মতো নারী শ্রমিককে অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয়। তাদের মধ্যে ১৪ জনকে ভর্তি দেওয়া হয়েছে। কোনো এমন হলো তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। আমরা পরীক্ষার নিরীক্ষা করে রিপোর্ট দেখে পরে বলতে পারবো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা চলছে। ডাক্তার ও শ্রমিকদের সাথে কথা বলে ঘটনার প্রকৃত কারন জানার চেষ্টা করছে পুলিশ।
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button