শ্রীপুরে দুধের গাভীসহ ২ কৃষকের ৪ গরু চুরি!
আলফাজ সরকার আকাশ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে দুধের গাভীসহ একই রাতে ২ কৃষকের ৪ গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় চোর আতঙ্ক দেখা দিয়েছে।
সোমবার (১৯ মার্চ) সকালের দিকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক। চুরি যাওয়া গরুর মালিক আজিজুল হক ও মোফাজ্জল হোসেনের বাড়ি শ্রীপুর গ্রামের শ্রীপুর-কাপাসিয়া রোড এলাকার ছাপড়া মসজিদের উত্তর পাশে।
অভিযোগ ও গরুর মালিকদের দেওয়া তথ্যে জানা যায়, শনিবার রাত দেড়টার পর থেকে রোববার ভোর রাতের যেকোনো সময় এসব গরু চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। পৌর শহরের শ্রীপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে আজিজুল হকের বাড়ির গেইট ও তালা কেটে ৩ টি গরু চুরি করে চোর। এগুলোর মধ্যে, একটি সাদা রঙের গাভী, একটি লাল রঙের বাছুর ও একটি উন্নত জাতের বকনা গরু রয়েছে। যেগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা হবে। এদিকে, একই রাতে পাশের বাড়ির মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেনের গোয়াল ঘরে থাকা প্রায় ১ লাখ টাকা মূল্যের ধূসর বর্ণের একটি ষাঁড় চুরি করে নিয়ে যায় চোরেরা।
শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার এসআই সামিয়া রহমান মোহনা টেলিভিশন অনলাইনকে জানান, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন করবো।