শ্রীপুরে বজ্রপাতে নষ্ট হলো স্কুলের ৩০ ফ্যানসহ ল্যাপটপ ও সিসি ক্যামেরা!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর-গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে এক বিদ্যালয়ের ৩০ টি ফ্যান, টিভি, ল্যাপটপ ও সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ঘটনা ঘটে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, দুপুরে হালকা বৃষ্টি হচ্ছিল। দুপুর সাড়ে বারোটায় হঠাৎ বিকট আওয়াজে বজ্রপাত ঘটে। এতে চলন্ত ফ্যানগুলো বন্ধ হয়ে যায়। এর পর খোঁজ নিয়ে জানা গেছে বিদ্যালয়ের টিভি, ল্যাপটপ ও সিসি ক্যামেরাগুলোও জ্বলে গেছে। পরে ইলেকট্রিশিয়ান এনে ক্ষতির বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়।
শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহিরুল হক মন্ডল বলেন, এ বজ্রপাতে অন্তত তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সব শ্রেণি কক্ষে আবারও বৈদ্যুতিক পাখা স্থাপনের ব্যবস্থা করতে পারবো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, আল্লাহর অশেষ রহমতে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাকৃতিক কারনে ওইসব ইলেকট্রনিক সামগ্রী মেরামতের জন্য ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।