শ্রীপুরে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা
আলফাজ সরকার, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ২০২৩ এর নতুন শিক্ষাক্রম আলোকে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুর ১২ টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তা) কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পপি লাইব্রেরির স্বত্বাধিকারী অধ্যক্ষ আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, পপি লাইব্রেরীর মহা ব্যবস্থাপক (জিএম) আল-আমীন সরকার, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম রতন, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহিরুল হক মন্ডল বাচ্চু, অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমির অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ, তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মুনসুর মানিক, বরমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ বারী তারেক নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমূখ।