সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, বিচারের দাবিতে মানববন্ধন
মোহাম্মদ সুজন, মুন্সীগঞ্জ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় খাহ্রা চুড়াইন আদর্শ ডিগ্রী(অনার্স) কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্বাস আলী পাটোয়ারী নিহতের ঘটনায় বাস চালকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২২ জানুয়ারি) বারৈখালি খাহ্রা এলাকায় কলেজ সংলগ্ন সড়কে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দাবি, শিক্ষককে হত্যা করা ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করে সুষ্ঠু বিচার ও শিক্ষকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, দুর্ঘটনা পরগত ১৭ই জানুয়ারী থানায় এফআইআর করা হলেও এখন পর্যন্ত ঘাতক চালককে গ্রেফতার করা হয়নি। তারা ঘাতক চালকের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান।
প্রসঙ্গত, বুধবার (১৬ জানুয়ারী) ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় হাসাড়া বাসস্টান্ডে গাড়ির জন্য দারিয়ে থাকা শিক্ষক আব্বাস পাটোয়ারীকে বালুবাহি একটি ড্রামট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।