সাতক্ষীরায় ছেলেকে হত্যার দায়ে মা গ্রেফতার

আব্দুল জলিল, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে ছেলেকে জুসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার ঘটনায় তার মা সুমিতা দত্তকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।

গতকাল শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৪টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাবার পর জবানবন্দীতে সে এই হত্যার কথা স্বীকার করে।

আজ শনিবার(১৮ মার্চ) তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে যার মামলা নং-২৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক মোঃ খবির হোসেন জানান, গ্রেফতার দেখানোর পর সুমিতা দত্তকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার(১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় রোহিত দত্ত (১২) নামের ওই কিশোর তার স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন অনুষ্ঠানে যায়। ফিরে আসার পথে কে বা কারা তাকে একটি ম্যাংগো জুস খেতে দেয়। এরপর বেলা ১২টার দিকে বাড়ি এসে সে তার মায়ের দেয়া একটি স্যালাইন পান করার পরপরই ছটফট করতে করতে মারা যায়। এ ঘটনায় তার মা সুমিতা দত্ত ও বাপ্পী সরদার নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। এসময় পুলিশ সুমিতা দত্তের বাড়ি তল্লাশি করে একটি কীটনাশকের ছেড়া প্যাকেট উদ্ধার করে। নিহত রোহিত দত্ত শ্যামনগর সদরের হরিতলা গ্রামের মৃত গোপাল দত্তের ছেলে। সে ৭৫ নং নকিপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলো।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button