সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিয়ের দুই মাসের ব্যবধানে সিরাজগঞ্জের শাহজাদুপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদন্ড  দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

 

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা মো: নাজির আসামীদের উপস্থিতিতে এ রায় দেন।

 

দন্ডপ্রাপ্তরা হলেন, শাহজাদপুর উপজেলার বাড়াবিল উত্তরপাড়া গ্রামের নিহত মনিরুল হকের স্ত্রী মোছাঃ মুক্তি খাতুন (২২) ও তার পরকিয়া প্রেমিক প্রতিবেশী সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন (২৩)।

 

মামলার বরাত দিয়ে আদালতের পিপি এ্যাড: আব্দুর রহমান বলেন, বিয়ের দুই মাস পরে ২০১৯ সালের ৩ জুন রাতে মুক্তি তার দাদা হোসেন আলীর বাড়িতে বেড়াতে যায়। রাতের খাওয়া শেষে মুক্তি ও তার স্বামী মনিরুল ওই বাড়ির একটি ঘরে ঘুমিয়ে পড়ে।

 

ঘুমানোর আগে মুক্তি তার স্বামীকে ঘুমের ঔষুধ খাওয়ায় এবং ঘরের  দরজা খোলা রেখে দেয়। এরপর পুর্বপরিকল্পনা মোতাবেক মুক্তির পরকিয়া প্রেমিক সাইদুল ইসলাম ওই ঘরে ঢুকে দুইজন মিলে মনিরুল হককে শ্বাসরোধে হত্যা করে।

 

এ ঘটনায় নিহতের বাবা জেলহক প্রামানিক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এই রায় দেন।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button