সিরাজগঞ্জে নাটোরের ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশ থেকে নাটোরের এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাটধারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফরিদুল ইসলাম আকন্দ নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য ও খোকা আকন্দের ছেলে। তিনি নিজেও একটি হত্যা মামলার আসামী ছিলেন।
সলঙ্গা থানার ওসি শহীদুল ইসলাম জানান, কিছুদিন আগর নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। একটি হত্যা মামলার আসামি হওয়ায় পলাতক ছিলেন ফরিদুল। ধারনা করা হচ্ছে ওই হত্যাকান্ডের জেরধরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।