সংবাদ সারাদেশ

সিরাজগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করল ৩১৫ চরমপন্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র সমর্পন করে আত্বসমর্পন করেছেন ৩২৩ জন চরমপন্থি। জমা দেওয়া হয়েছে ২১৯টি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র।

আজ রবিবার (২১ মে) বেলা সাড়ে এগারটায় সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ সদরদপ্তরে এই আত্বসমর্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

আত্বসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, র‌্যাব প্রধান খুরশিদ হাসান ও র‌্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মারুফ হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উদ্ধর্তন কর্মকর্তারা।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ৮০’র দশক থেকে এই এলাকার কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সর্বহারা ও চরমপন্থীরা ঘাঁটি তৈরি করে। পরবর্তীতে ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ‘সন্ত্রাসের জীবন ছাড়ি, আলোকিত জীবন গড়ি’ স্লোগানে চরমপন্থীরা আলোর পথে ফিরে আসেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তখন যেমন সবাইকে পুনর্বাসন করেছিলেন। তেমনই প্রধানমন্ত্রী আজকেও আমাকে আসার আগে বলেছেন, ‘আপনারা যারা আত্মসমর্পণ করেছেন, তাদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করা হবে’।

র‌্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মারুফ হাসান জানান, স্বাভাবিক জীবনে ফিরতে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ি, টাঙ্গাইল, বগুড়া ও মেহেরপুর জেলার এলএম লাল পতাকা বাহিনীর ২৯৪ জন, জনযুদ্ধ সংগঠনের ৮ জন এবং সর্বহারা পার্টির ২১ জন সদস্যসহ মোট ৩২৩ জন চরমপন্থি ২১৯টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট আত্বসমর্পন করেছেন। আত্বসমর্পনকারিদের নানাভাবে পুনর্বাসিত করা হবে।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button