সিরাজগঞ্জ সদরে আ’লীগ-বিএনপির সংঘর্ষ, ১১টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ
ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদরে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে ১১টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ
সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসুচিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ১১টি মটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে জমায়েত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচিতে অংশ গ্রহণ করতে যাওয়ার সময় উভয় দলের নেতা কর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের ওপর থাকা ১১টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত জানান, দলীয় নেতাকর্মীরা সড়কের উপর ছিল। এ সময় বিএনপির নেতা কর্মীরা এসে অতর্কিত হামলা করে এবং মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
বিএনপির দাবী ঘটনাটি আওয়ামী লীগের সাজানো। বিএনপির পদযাত্রা বাধাগ্রস্থ করার জন্য এটা করা হয়েছে।
পরবর্তীতে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।