সিরাজগঞ্জ সদরে আ’লীগ-বিএনপির সংঘর্ষ, ১১টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ

ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদরে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে ১১টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসুচিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ১১টি মটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে জমায়েত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচিতে অংশ গ্রহণ করতে যাওয়ার সময় উভয় দলের নেতা কর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের ওপর থাকা ১১টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত জানান, দলীয় নেতাকর্মীরা সড়কের উপর ছিল। এ সময় বিএনপির নেতা কর্মীরা এসে অতর্কিত হামলা করে এবং মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

বিএনপির দাবী ঘটনাটি আওয়ামী লীগের সাজানো। বিএনপির পদযাত্রা বাধাগ্রস্থ করার জন্য এটা করা হয়েছে।

পরবর্তীতে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button