সীতাকুন্ডে অগ্নিকান্ড, সিরাজগঞ্জের ফায়ারকর্মী শফিউলের সন্ধানে স্বজনরা
সিরাজগঞ্জ প্রতিনিধি

সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুণ নেভাতে গিয়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিসকর্মী সিরাজগঞ্জের উল্লাপাড়ার শফিউল ইসলাম (২২) এখনও উদ্ধার হয়নি। সে দুই বছর যাবত কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিল। নিখোঁজ শফিউল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরের নাগরৌহা গ্রামের তাঁত শ্রমিক আব্দুল মান্নানের ছেলে। ২০১৯ সালে ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে চাকুরী নেন তিনি।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালাল উদ্দিন বলেন, সহকর্মীদের সাথে সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুণ নেভাতে গিয়ে শফিউল নিখোঁজ হয়েছে। সংবাদ পেয়ে খোঁজ খবর নিতে আমরা তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। দরিদ্র পরিবারটির আর্থিক অবস্থা বেশি ভালো না। শফিউল নিখোঁজে তাঁর স্বজনরা দিশেহারা হয়ে পড়েছে।
নিখোঁজ শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নান সোমবার মুঠোফোনে জানান, নিখোঁজ ছেলের সন্ধানে তিনি বর্তমানে ফায়ার সার্ভিসের ঢাকা হেড অফিসে অবস্থান করছেন। এখনও নিখোঁজ ছেলের কোন খোঁজ পাননি।
তিনি আরো বলেন, পরিবারের দুই সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় এবং একমাত্র উপার্জনক্ষম। সে গত বছর বিয়ে করেছে। তাঁর স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত¡া। এই সময় যদি ছেলের খারাপ কিছু হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব।