সেনবাগে দুই ক্লিনিক সিলগালা
সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনায় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহিবুস ছালাম খানের নেতৃত্বে মেডিকেল অফিসার ডা: সাইফুল্লাহ রাসেল, এমওডিসি ডা: কামাল হোসেন সহ ৮ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করেন।
এ সময় কোন ধরনের কাগজপত্র না থাকায় কানকিরহাট সিটি ডায়াগনস্টিক সেন্টার,ছাতারপাইয়ার জেনুইন ডায়াগনস্টিক ল্যাব সিলগালা করা হয়।
ডা:সাইফুল্লাহ রাসেল জানান, যেসব প্রতিষ্ঠানের কাগজপত্র আপডেট নেই তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপডেট করার নির্দেশপ্রদান করা হয়।
ভূক্তভোগীরা জানান,সেনবাগ পৌর শহর সহ উপজেলার বিভিন্নস্হানে বিনালাইন্সে সরকারী নিয়মনীতি উপেক্ষা করে, ভূয়া তথ্য ব্যবহার করে অসংখ্য বেসরকারী ক্লিনিক – ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে।এতে সাধারন রোগীরা প্রতারিত হয়ে সর্বস্ব হারাচ্ছে। চিকিৎসক ও টেকনেশিয়ান না থাকায় একাধিক প্রতিষ্ঠানে বেশ কয়েকজন নারী ও শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।