সেনবাগে বিদেশি মদ- গাঁজা সহ দুইজন গ্রেফতার

এম এ আউয়াল, সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ বোতল বিদেশি মদ, ১০ ক্যান বিয়ার, ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জের কুতুবপুর ইউপির আবদুল্লাহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু(৪০) একই এলাকার আবদুল হকের ছেলে মো: মোস্তফা (৩৫)।

গতকাল সকাল পৌনে ১০ টার সময় ছমিরমুন্সীরহাট – ছিলোনীয়া সড়কের আজিজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত সিএনজিতে তল্লাশি চালিয়ে মদ,বিয়ার ও গাঁজা জব্দ করেন। সেনবাগ থানার এসআই মিথুন কুমার মন্ডল ও এএসআই পলাশ সিংহ অভিযান পরিচালনা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি মোহনা টেলিভিশন কে বিষয়টি নিশ্চিত করে জানান,দীর্ঘ দিন ধরে চক্রটি মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।বিভিন্ন রুট ব্যবহারে মাদককারবারীদের গতিবিধি নজর রাখা ছিলো। সেনবাগ থানায় মাদক আইনের মামলায় দুইজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button