স্কুল ছাত্রীকে দলগত ধর্ষনের ঘটনায় ৩ জন আটক
মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি

নাটোরে এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রীকে দলগত ধর্ষনের ঘটনায় ৩ জন কে আটক করেছে পুলিশ।
নাটোর সদর থানার এসআই জামাল উদ্দিন জানান,রাজশাহী আরডিএ মার্কেটের কর্মচারি আবির হোসেন তার এসএসসি পরীক্ষার্থী প্রেমিকাকে নিয়ে বিয়ে করার জন্য মঙ্গলবার সন্ধ্যায় নাটোর শহরের হরিশপুর তার বন্ধু মুইনের বাসায় যায়। সেখান থেকে রাতে মুইন তাকে হাফরাস্তা এলাকায় তার বান্ধবী মিথিলার বাসায় নিয়ে যায়। সেখানে মিথিলার স্বামী তার আরো কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে আবিরকে আটকে রেখে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে।
ভিডিওর বিনিময়ে এক লাখ টাকা দাবি করে রাত ১টার দিকে ধর্ষিতা ও তার প্রেমিককে ছেড়ে দেয়। রাতেই তারা থানায় গিয়ে অভিযোগ করলে তাৎক্ষনিক অভিযান শুরু করে পুলিশ।অভিযান চালিয়ে শহরের কানাইখালী মহল্লার আফজাল হোসেনের ছেলে কুখ্যাত সন্ত্রাসী রনি মিয়া, মৃত মোহাম্মদ আলীর ছেলে রকি এবং আব্দুল মজিদের ছেলে
সোহানকে আটক করা হয়।
আরো পড়ুন: ৫২ বছরের বৃদ্ধ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক
এছাড়া এ ধর্ষণের ঘটনায় সহযোগীতার অভিযোগে মৃদুল হোসেন এবং তার স্ত্রী মিথিলা পারভীন কে আটকের চেষ্টা চলছে।
চাঞ্চল্য সৃষ্টিকারী গণধর্ষণের ঘটনাটি ঘটেছে, শহরের হাফরাস্তা এলাকার সাগর মিয়ার ভাড়া বাসায় ।