স্ত্রী অফিস থেকে ফিরে দেখেন স্বামী ঝুলে আছে!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকা থেকে জহিরুল ইসলাম (২২)নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই এলাকার জসিমের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত যুবক জহিরুল ইসলাম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার হালিউরা গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তিনি স্থানীয় রিদিশা কারখানায় চাকরি করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) মিন্টু মিয়া বলেন, গত ১ বছর আগে ফজিলা খাতুন নামে একজনকে বিয়ে করে ২মাস ধরে স্বামী-স্ত্রী মিলে ওই বাড়িতে ভাড়ায় ছিলেন জহিরুল। সোমবার সকালে শরীর অসুস্থতার কারনে কাজে যাবে না বলে স্ত্রীকে জানায় সে। পরে স্ত্রী কারখানায় চলে গেলে দুপুরের খাবারের জন্য বাড়িতে এসে দরজা বন্ধ দেখতে পান। পরে অনেক ডাকাডাকি করেও জহিরুলের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা খুলে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ওড়না পেচানো অবস্থায় জহিরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির মোহনা টেলিভিশন অনলাইনকে জানান, ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।