স্বামীকে গলাকেটে হত্যা করে ৯৯৯ কল দিয়ে পুলিশ খবর দেয় স্ত্রী
মো. রুহুল আমিন রুবেল, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে ঘুমের ঔষধ খাইয়ে হাত পা ও মুখ বেঁধে অটোচালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রী সাফিয়া বেগমকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজাপুর উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোচালক আউয়াল দুই সন্তানের জনক ও ওই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে। আটককৃত সাফিয়া বেগম শরিয়তপুরের নুরিয়া উপজেলার মৃত নজরুল ইসলাম মুন্সির মেয়ে।
নিহতের ৯ম শ্রেনি পড়ুয়া ছেলে রাফিন বলেন, ’৩ মাস আগে আঙ্গারিয়া গ্রামের এক নারীকে বিয়ে করে আমার বাবা। পরে কিস্তি উঠানোর কথা বলে মায়ের স্বাক্ষর নিয়ে ৪ শতাংশ জমি লিখে দেয় তার দ্বিতীয় স্ত্রীকে। গত সপ্তাহখানেক আগে বিষয়টি জানতে পেরে এ নিয়ে প্রায়ই মা-বাবার মধ্যে মারামারি হতো। রোববার ছাগলে গাছ খাওয়া নিয়ে রাত ১০ টার দিকে মাকে মারধর করে বাবা। পরে রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেলে বাবাকে জবাই করে মা’।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা জানান, গোপনে দ্বিতীয় বিয়ে করা ও প্রথম স্ত্রীর ৪ কাঠা জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেয়ার অভিযোগ তুলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এসবের জেরে ঘুমের ঔষধ খাইয়ে হাত পা বেধে রাত দেড়টার দিকে অটোচালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে ৯৯৯ কল দিয়ে পুলিশ খবর দেয় তার স্ত্রী সাফিয়া বেগম।
পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন তালুকদার বাদি হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।