সড়ক দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু! স্ত্রী আহত
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর-গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট- জৈনাবাজার আঞ্চলিক সড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ শরাফত আলী (৭০) পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজনেরা জানান, মোঃ শরাফত পেশায় অটোরিকশা চালক। রিকশার পেছনের আসনে তার স্ত্রীকে বসিয়ে জৈনাবাজারের দিকে যাচ্ছিলেন। ধনুয়া পাথার এলাকায় পৌঁছলে শৈলাটের দিকে যাওয়া একটি অজ্ঞাত ট্রাক তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে স্ত্রী সহ তিনি দুর্ঘটনা কবলিত হন। শরাফত মাথার সামনের অংশে বড় ধরনের আঘাত পান। প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে তার স্ত্রীও আহত হয়েছেন। ব্যাটারি চালিত অটো রিকশাটিকে ধাক্কা দিয়ে ব্যক্তিগত গাড়িটি খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আরো পড়ুন: পাকিস্তানের সময় আর্থিক অবস্থা বর্তমানের থেকে ভালো ছিল: মির্জা ফখরুল
মাওনা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ মিন্টু মিয়া মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় শরাফত নামের এক অটো চালকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।