নোয়াখালীতে জ্বীনের বাদশা পরিচয়দানকারী ৬ প্রতারক আটক
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার পৃথকস্থানে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৬ প্রতারককে আটক করেছে। আটককৃতরা নিজেদের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ১ কোটি ৫লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানীর ১০টি মোবাইল সীম, ১টি ম্যাগনেট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত প্রতারকরা দীর্ঘদিন ধরে নিজেদের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার নিজেদের মধ্যে যোগসাজসের মাধ্যমে কখনও মানুষকে লোভে ফেলে, কখনও ভয়ভীতি দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করে আসছে। কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে প্রতারণার ঘটনায় মামলা দায়ের করা হবে।