নড়াইল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত

হাফিজুল নিলু, নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫ হাজার ৪২০ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪৪ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীর অধিকাংশই ছাত্রী। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৬৩৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪ হাজার ৫৩৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন।
এইচএসসি ভোকেশনালে ৭৭ জন পরীক্ষার্থীর সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ব্যবসায় ব্যবস্থাপনায় ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। আলিম পরীক্ষায় ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২২ জন।
এদিকে পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন,  এর প্রধান কারণ হচ্ছে  অনেকের চাকরি হয়ে যাওয়া।  এবং অনেকের বিবাহ হয়ে যাওয়া।
গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button