মাস্তানি করে দখলের মাধ্যমে মালিকানা আর থাকছে না : মন্ত্রী পরিষদ সচিব

মোঃ আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি

ভূমি আইন নতুন করে সংস্কার করা হচ্ছে। নতুন আইন বাস্তবায়ন হলে মাস্তানি করে দখলের মাধ্যমে জমির মালিকানা আর থাকছে না বলে মন্তব্য করেছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার ( ১৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সঙ্গে কর্মসম্পাদন ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, ভূমি সেবা ডিজিটাইজেশন ও উন্নয়ন সম্পর্কিত’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

এসময় মন্ত্রী পরিষদ সচিব বলেন, কোভিট ১৯ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্যেই একটা দুরবস্থা যাচ্ছে। আমাদের একটা এডভান্টেজ আছে যে, আমাদের কৃষি ভিত্তিক দ্রব্য সামগ্রীগুলো উৎপাদনে একটা কমফোর্টেবল পজিশনে আছি। আমাদের কৃষি গবেষকরা জানিয়েছেন আগামীতে আমাদের ধানসহ কৃষিভিত্তিক অনেক ফসল দ্বিগুন উৎপাদন হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তাই আগামীতে বিশ্ব পরিস্থিতি মোকাবেলা করতে আমরা সক্ষম হবো বলে জানান তিনি ।

মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button